নীল দুঃখ ও সোনালি কষ্টের কথামালা
পৃথিবীতে অনেক মনীষীগণ অনেক
প্রবাদ বাক্য উল্লেখ করেছেন।যে কথা
গুলো আজো অমৃত।
1.আক্রমণকারী শত্রু অপেক্ষা
তোষামুদকারী বন্ধুকে বেশী ভয় কর।
=জিওব্রেয়ন=
2.বিশ্বাস জীবনকে গতিময় দান
করে,আর অবিশ্বাস জীবনকে দুর্বিসহ
করে তুলে।=মিলটন=
3.একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায়
ছোট ব্যক্তিরদের সাথে তার ব্যবহার
দেখে।=কার্লাইন=
4.ভূল করা মানবীক,ক্ষমা করা স্বর্গীয়।
=পোপ=
5.যে লোক ধৈর্য ধরতে পারে,তার জন্য
আনন্দ ও প্রশান্তি অপেক্ষা করে।=জন
লিলি=
6.বিশ্বাস থেকে প্রেমের
উৎপত্তি,সমমর্মিতায় এর বিস্তার,আর
সন্দেহে তার যবনিকাপাত।=শামসুল
কিবরিা=
7.শ্রম ব্যতীত কিছু লাভ করা সম্ভব নয়।
=মঈনুদ্দিন চিশতি রহ:=
8.প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর।
=মাহমুদ উল্লাহ=
9.ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা
এইযে ইতিহাস থেকে কেউ শিক্ষা
গ্রহণ করে না।=জর্জ বানার্ডস=
10.বিপদের সময় যার বুদ্ধি লোপ পায়না
সে-ই যথার্থ বুদ্ধিমান্=জর্জ উইলকিন্স=
11. যে অনেক কিছু এক সঙ্গে আরম্ভ করে
সে কিছুই শেষ করতে পারে না।=সি
সিমোনান্স=
12.যে দুর্বল সে কোন দিন সুবিচার
করিতে সাহস পায়না।=রবী ঠাকুর=
13.সৌন্দর্য যতই লুকাইয়া থাকুকনা
কেন,একদিন তা অন্যের দৃষ্টি আকর্ষণ
করবেই।=জন ইউলিয়াস বার্গান=
14.প্রতিদিন আমাদের এমন ভাবে
কাটানো উচিত,যেন আজ জীবনের
শেষ দিন।=সেনেকো।=
15.মানুষের কাজ লাড়াই করে
জাওয়া,কিন্তু সাফল্য দান করা
খোদার হাতে।=হোমার=
16.বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে
বিশ্বসী হওয়া্=ওয়ালটার হুইটম্যান=
17.উত্তম স্বস্থ্য এবং উত্তম স্ত্রী পরুষের
শ্রেষ্ঠ সম্পদ।=জন রে=
18.যে নিজেকে অপমানিত হতে
দেয়,সে অপমানিত হওয়ার যোগ্য।
=কোরনেল=
19.স্বাধীনতা বলতে ভাল কাজ করার
স্বাধীনতাকে বুঝায়,উচ্ছৃঙ্খল তাকে
নয়।=জেফারসন=
20.মিথ্যাবাদির শাস্তি এই নয় যে
তাকে কেউ বিশ্বাস করে না বরং
সেই নিজেই কাউকে বিশ্বাস করতে
পারে না।=জর্জ বানার্ডশ=
21.প্রতারনা হচ্ছে বিষাক্ত পানির
মতো,যেদিক দিয়ে যাবে সেদিকেই
ক্ষতি গ্রস্ত হবে।=ইনকোলাস রাউ=
22.তিনিই প্রকৃত সুখী,যিনি
প্রয়োজনের তুলনায় বেশী আশা করে
না।=কাশেম=
23.প্রার্থনা মনের জমাট ভাব হালকা
করে।=এনা হুইলার=
24.বর্তমান সময়কে কাজের উপযুক্ত সময়
মনে করবে।=আর.জি.ইঙ্গারসোর=
25.সৎ পরামর্শের চেয়ে কোন উপহারই
অধিক মূল্যবান নয়।=ইবাসমাস=
26.মেঘ যদি না থাকতো তবে আমরা
সূর্যকে এভাবে উপলোদ্ধি বা উপভোগ
করতে পারতাম না।=জনরে=
27.যাহার যোগ্যতা যত অল্প,তাহার
আড়ম্বর তত বেশী্=রবী ঠাকুর=
28.যদি ভুল কর তরে তাহা সংশোধনের
জন্য বিলম্ব করিও না এবং লজ্জাবোধ
করিও না।=কনফুসিয়াস=
29.আপোস এবং সমঝোতাই জীবনকে
সুন্দর করে।=সিডনী স্মিথ=
30.বড় হতে হলে সর্বাগ্রে সময়ের মূল্য
দিতে হবে।=ডিকেন্স=
31.একটি ভালো কাজ কখনো হারিয়ে
যায় না।=ব্যসিন=
32.আমরা জীবন থেকে শিক্ষা গ্রহণ
করিনা বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ
হয় না।=শিলার=
33.ধর্ম নিয়ে যারা কোন্দল করে,ধর্মের
মর্ম তারা জানেনা।=ড.মুহাম্মাদ
শহীদুল্লাহ=
34.শ্রম ব্যতীত কিছু লাভ করা সম্ভব নয়।
=মঈনুদ্দিন চিশতি রহঃ=
35.জন্মদাতা হওয়া সহজ,কিন্তু একজন
ভালো পিতা হওয়া কঠিন।=প্রবেশ
কুমান=
36.তুমি কারো উপকার করতে
পারনা,সে জন্য দুঃখ করোনা।তুমি
কারো ক্ষতির চিন্তা করনা,তাতেই
তোমার পরম সুখ।
37.অকৃতজ্ঞ মানুষ পরিপূর্ণ রুপে মানুষ নয়।
=টমাস=
38.অন্ধ যদি পথ দেখায় আরেক
অন্ধকে,তাহলে দু’জনেই পড়ে গর্তে
গিয়ে।=বাইবেল=
39.মানবতার মূল্যবোধ সকল ধর্মের মূল
ভিত্তি।
40.Money is lost nothing is lost,health is lost
something is lost,but character is lost everything
is lost.
41অকৃতজ্ঞ মানুষ অপেক্ষা কৃতজ্ঞ কুকুর
শ্রেয়।=শেখ সাদী=
42.যে অল্প জানে সে সেটা
পুনরাবৃত্তি করে প্রায়ই।=টমাস ফুলার=
43.কর্ম বিমুখ ব্যক্তিরাই পরমুখাপেক্ষী
হয় এবং পরমুখাপেক্ষী ব্যাক্তিরা
সর্বদাই লজ্জাহীন হয়ে থাকে।
44.বিবেক মানুষের প্রধান বিচারক,যে
ব্যক্তি তার আপন বিবেকের নিকট
জবাবদিহি করতে জানে,তাকে
কখনো কোন বিচারকের সম্মুক্ষীন হতে
হয় না।
45.না জানা খারাপ।জানতে না
চাওয়া আরো খারাপ্।=নাইজেরীয়
প্রবাদ=
46.যে অজ্ঞতা থেকে মুক্তি পেতে
চায় তাকে আগে তার অজ্ঞতা
স্বীকার করতে হবে।=সস্টেইন=
47.অলস ব্যক্তি যতোই ভাগ্য বলে
চিৎকার করুক না কেন,ভাগ্য দেবীতার
দিকে কখনোই কৃপা দৃষ্টি নিক্ষেপ
করেন না।
48.অকৃতকার্যতাই কৃতকার্যতার স্তম্ভ।
=প্রবাদ=
49.একবারে না পারিলে দেখ শতবার।
=প্রবাদ=
50.প্রতিরাতে ঘুমোতে যাবার আগে
তোমার সারাদিনের কর্ম নিয়ে
বিবেককে একবার প্রশ্ন কর।
51.অলংকারের সাহায্যে সৌন্দর্য
বৃদ্ধির অর্থ হচ্ছে প্রকৃত সে্ৗন্দর্য
লুকিয়ে রাখা।=এডিলা সরগ্যাম=
52.অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায়
হচ্ছে স্থান পালটানো।=শরৎচন্দ্র
চট্টপাধ্যায়=
53.আমরা জন্মাই অতৃপ্তি নিয়ে,মরি
অতৃপ্তি নিয়ে।=সাইরাস=
54.একজন ঘুমন্ত ব্যক্তি আর একজন ঘুমন্ত
ব্যক্তিকে জাগ্রত করতে পারে না।
=আল্লামা শেখ সাদী রহঃ=
55.দেশের জন্য অত্যাচার করা দেশের
উপরেই অত্যাচার করা।
56.সুন্দরী মহিলা স্বাগত
অতিথি=বায়রন=
57.উত্তম নিশ্চিত চলে অধমের
সাথে,তিনিই মধ্যম যিনি চলেন
তফাতে।=রবীন্দ্রনাথ ঠাকুর=
58.মাছ আর অতিথি তিন দিন পরেই গন্ধ
ছড়াতে শুরু করে।
59.আদর্শ অতিথি হতে চাইলে থাকো
বাড়িতেই।=এডগার ওয়াটসন হো=
60.অর্থের ব্যপারে সবাই এক
ধর্মাবলম্বী।
61.অর্থ মানুষকে পিশাচ করে তোলে
আবার অর্থ মানুষকে মহৎ করেও তোলে।
=ক্যাম্বেল=
62.বাড়ীতে অতিথি এলে যে খুশী
না হয়,সে স্বার্থপর এবং অমানবিক।
=ইমারসন=
63.যে নিযেকে অক্ষম ভাবে,তাকে
কেউ সাহায্য করতে পারে না।=জন
এন্ডারসন=
64.যৌন অতৃপ্তি সবচেয়ে মারাত্মক।
=ডি এইচ লরেন্স=
65.অতীতকে ভূলে যাও,অতীতের
দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে
হবে।=ডঃ আসলার=
66..অক্ষমের লোভ আলাদীনের
প্রদীপের গুজব শুনলেই লাফিয়ে ওঠে।
67.সাধনা ও অধ্যাবসায় দ্বারা মানুষ
অসাধ্যকেও সাধ্য করতে পারে।
=ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর=
68.বেভাবা একে অন্যকে অনুসরন করে।
=জনরে=
69.কামনা হইতে ভ্রান্তি
জন্মে,ভ্রান্তি হইতে অধর্ম জন্মে।
70.নিয়মকে অনিয়ম দিয়েই ভাবতে হয়।
=রবীন্দ্র্রনাথ ঠাকুর=
71.উত্তম স্বাস্থ এবং উত্তম স্ত্রী পুরুষের
শ্রেষ্ঠ সম্পদ।=জন রে=
72.রমনী.......অনর্থথক হাসে........... তাহা
দেখিয়া অনেক পুরুষ অনর্থক কাঁদে
,অনেক পুরুষ ছন্দ মিলাতে বসে,অনেক
পুরুষ গলায় দড়ি দিয়া মরে।=রবীন্দ্রনাথ
ঠাকুর=
73.পবিত্র প্রেমের সৌভাগ্য অনন্ত
অসীমতার পানে ধায়।=বিষ্ঞু দে=
74.যে খারাপ তার মধ্যে খারাপ
হওয়ার যন্ত্রনাও আছে।
75.জীবনের সর্বক্ষেত্রে অনাবশ্যক
সবকিছু ছেটে ফেলাই শ্রেয়।
76.যথার্থ অধিকার হইতে লোভ নিজের
দোষে ভ্রষ্ঠ হয়।
77.অনুকরণ নয়,অনুসরণ নয়,নিজেকে
খুঁজুন,নিজেকে জানুন,নিজের পথে চলুন।
=ডেল কার্নেগী=
78.পৃথিবীর সকল সম্পত্তিতে পৃথিবীর
সকল মানুষের অথিকার সমান।=লেলিন=
79.প্রতারকের রসনা খুবই মিষ্টি কিন্তু
অন্তর খুবই তিক্ততায় ভরা।
80.প্রতিভা আর প্রেরণা একই জিনিষ।
=ভিক্টোর হুগো=
81.মদের মধ্যে বীরু সাহস খোজে,দুর্বল
শক্তি খোজে,কিন্তু অধঃপতন ছাড়া
কিছুই পায় না।=রবীন্দ্রনাথ ঠাকুর=
82.যে মনের দিক থেকে বৃদ্ধ নয়,বার্ধক্য
তার জীবনে আসে না।
83.মূর্খতা এমন এক পাপ,সারা জীবনে
যার প্রায়শ্চিত্ত হয় না।
84.প্রতারনা হচ্ছে বিষাক্ত পানির
মতো,যে দিক দিয়ে যাবে
সেদিকেই ক্ষতিগ্রস্থ হবে।=নিকেলাস
রাউ=
85.পাপকে ঘৃনা কর,পাপীকে
নয়,ভীতুকে সাহস দাও আর জ্ঞানীর
সঙ্গে কাজ কর।=হইটম্যান=
86.যে তার ঘরকে ভালোবাসে
না,সে দেশকে ভোলোবাসতে পারে
না।
87.সবার সঙ্গে যে তাল মিলিয়ে কথা
বরে,সে ব্যাক্তিত্বহীন।=মার্ক
টোয়াইন=
88.বিবাহিত জীবনের প্রেম মানুষকে
সত্যিকার মানুষ হতে সাহায্য করে।
=ফ্রান্সিস বেকেন=
89.মেঘ যদি না থাকতো তরে আমরা
সূর্যকে এমন ভাবে উপভোগ করতে
পারতাম না।=জনরে=
90.টকায় টাকা আনতে পারে কিন্তু
সম্মান আনতে পার না।=স্কট=
91.প্রার্থনা মনের জমাট ভাব হালকা
করে।=এনা হুইলার=
92.রুপে মানুষের চক্ষু জুড়ায়,কিন্তু গুন হৃদয়
জয় করে।=পোপ=
93.ইসলামই একমাত্র ধর্ম যা সকল যুগে ও
সকল মানুষের ধর্ম অর্থাৎবিশ্বজনীন
ধর্মরুপে গণ্য।=জর্জ বানার্ডশ=
94.সম্পদ কোন সভ্যতা আনতে পারে না।
কিন্তু সভ্যতা সম্মদ আনতে পারে।
=হেনরী ওয়ার্ড=
95.জীবনকে যদি তুমি ভালোবাস তবে
সময়ের অপচয় করনা।কারণ জীবনটা
সময়ের সমমষ্টি দ্বারা তৈরী।
=ফ্রাংকলিন=
96.স্বাধীনতা বলতে ভাল কাজ করার
স্বাধীনতাকে বুঝায়,উচ্ছৃখলতাকে নয়।
=জেফারসন=
97.আপোস এবং সমঝোতাই জীবনকে
সুন্দর করে।=সিডনী স্মিথ=
98.বেফাস কথা বলার চেয়ে চুপ
থাকাটাই নিরাপদ।
99.যে গরিব সে দরিদ্র নয়, যে বেশী
আশা করে সেই দরিদ্র।
100.সাগরের অথৈ জলের মাঝে তৃষ্ণায়
বুক ফাটে কিন্তু ইচ্ছে করলেই সে জল
পান করা যায় না।
101.যৌবন কাল যার সৎ সুন্দর এবং কর্মময়
হয়,তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা যায়।
=জর্জ প্রাণভিল=
102.প্রার্থনা ও প্রশংসা এই দুটো
জিনিস স্বয়ং বিধাতা পছন্দ
করেন্=সুইডেন বাগ=
103.যে জীবন সৎকাজে ব্যয় হয় না
তাকে কিছুতেই শিষ্ট বলা চলে না।
=লিওনার্দ বেকেন=
104.ঋণ করিলে আত্মার স্বধীনতা নষ্ট
হয়।=ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ=
105.ভবিষ্যৎকে জানার জন্য অতীতকে
জানা উচিত।
106.ক্ষনিকের এই জীবনে অভিমান
করে লাভ কি?।=সঞ্জয়=
107.ভদ্র সেই, বড় লোক সেই, যে সত্যের
উপাসক।যে মানুষকে সমাদার করে-
চরিত্রে মহৎ ও কাজ যার গৌরবময়।
108.বিশ্বাস জীবনকে গতিময় দান
করে,আর অবিশ্বাস জীবনকে দূর্বিসহ
করে তুলে।=মিল্টন=
109.ভালোবাসা দিয়ে যারা
ভালোবাসা পায়না তাদের জীবন বড়
দুঃখের এবং যাতনার।=কাজী নজরুল
ইসলাম=
110.বিশ্বাস থেকে প্রেমের উৎপত্তি,
সমমর্মিতায় এর বিস্তার, আর সন্দেহে
তার যবনিকাপাত।=শামসুল কিবরিয়া=
111.তোমার জীবনে যে শিক্ষা
কাজে আসেনি ঐ শিক্ষা কাউকে
দিওনা।=উিইলিয়াম পেন=
112.নিজের গোপন কথা গোপন রাখার
অর্থ হচ্ছে নিজেকে নিরাপদে রাখা।
=জনম্যকি=
113.যে বিদ্ধান ব্যক্তিকে সম্মান করে,
সে আমাকে সম্মান করে।
114.অভিজ্ঞতা হল দুঃখ কষ্টের
নির্যাস।=আর্থার হেল্পস=
115.যাহার যোগ্যতা যত অল্প তাহার
আড়ম্বর তত বেশী।=রবীন্দ্রনাথ ঠাকুর=
116.বর্তমান সময়কেই কাজের উপযুক্ত মনে
করবে।
117.বুদ্ধিমান লোক জরুরী কাজেই তার
জীবন ব্যয় করে।=প্লেটো=
118.দুষ্ট লোকেরা তাদের তৈরী
নরকেই বাস করে।
119.যদি ভুল কর তবে তাহা সংশোধনের
জন্য বিলম্ব করিও না এবং লাজ্জাবোধ
করিও না।=কনফুসিয়াস=
120.সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য।
=প্লুটাস=
121.একটি ভাল কাজ কখনো হারিয়ে
যায় না।=ব্যসিল=
122.ভ্রমণ মানুষকে জ্ঞান অর্জন করতে
সাহায্য করে।=জেফারসন=
123.কর্মঠ লোক রাজা হবে,কিন্তু অলস
চিরদিনই প্রজা থাকবে।
124.বিপদের সময় যার বুদ্ধি লোপ
পায়না,সে-ই যথার্থ।
125.মূর্খতা এমণ এক পাপ- সারা জীবনে
যার প্রায়শ্চিত্ত হয়না।=বোখারী=
126.প্রচুর ধন সম্পত্তির ভিতেরে
সুখ নেই,মনের সুখই প্রকৃত সুখ।=আল হাদীস=
127.সৎ পরামর্শের চেয়ে কোন উপহারই
অধিক মুল্যবান নয়।
128.যে ইচ্ছাপুর্বক বন্ধুকে ঠকায়, সে
তার খোদাকেও ঠকাতে পারে।
129.যাহার অন্তঃকরণের মধ্যে সরিষা
পরিমাণ অহংকার থাকিবে,সে
বেহেশতে প্রবেশ করিতে পারিবে
না।
130.অহংকার এমণ এক আবরণ যা মানুষের
সকল মহত্ত্ব আবৃত্ত করে ফেলে।
=জাহাবী=
131.যাদের চিন্তা কম তারাই বেশী
কথা বলে।=আবুল কাশেম=
132.নীরবতা এক ধরণের অলংকার যা
মহিলাদের জন্য অত্যন্ত শোভনীয়।
=হেনরী ডজন=
133.যে লোক ধৈর্য ধরতে পারে,তার
জন্য আনন্দ ও প্রশান্তি অপেক্ষা করে।
=জন লিলি=
134.পাপের কাজ করে লজ্জিত হলে
পাপ কমে যায়। আর পূর্ণ কাজ করে গর্ব
বোধ করলে পূর্ণ বরবাদ হয়ে যায়।=হযরত
আলী (রাঃ)
135.সৎলোক সাতবার বিপদে পড়িলে
আবার উঠে,কিন্তু অসৎ লোক বিপদে
পড়লে একবারেই নিপাত হয়।=হযরত
সোলয়মান আঃ=
136.আপস এবং সমঝোতাই জীবনকে সুন্দর
করে।=সিডনী স্মিথ=
137.ভালোকরে কিছু না দেখে কিছু
পান করনা।ও ভালো করে না পড়ে
কিছুতে দস্তখত করবে না।=কাশেম=
138.অলস লোকেরা অবসরে আনন্দ পায়
না।=এমিলি ডিকেন্সন=
139.দুষ্ট লোকেরাই নিজেদের নরক
নিজেদের জন্যে তৈরী করে।=মিল্টন=
140.নিঃশব্দ অপবাদ সৎ ব্যক্তির কোন
অনিষ্ট করতে পারে না।
141.ভাবুকরা উপদেশ দিতে পারে,কাজ
করতে পারে না।=মর্থগ্রীণ=
142.ধনী হওয়া মনের উপর নির্ভর করে
না।নির্ভর করে মনের তৃপ্তির উপর।=আল-
হাদীস=
143.চেনা পথ বাকাও ভালো,অচেনা
পথ সোজাও ভাল নয়।=সক্রেটিস=
144.সংকীর্ণ মণ নীচুতার পরিচয়।=শেখ
সাদী রহঃ=
145.যাহার মধ্যে বিনয় নেই; সে সকল
ভাল গুনাবলী থেকে বঞ্চিত।
146.কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে
শ্রেয়।=আল্লামা শেথ শাদী (রহঃ)=
147.আমাদের জানার পরিসর যত
ছোট,সন্দেহের পরিসর ততই বেশী।
=এইচ.ডব্লু-স=
148.জীবন যদক্ষণ আছে বিপদ ততক্ষণ
থাকবেই।=ইমারসন=
149.মানুষ মাত্রই সংযম শিক্ষা আবশ্যক।
=বেগম রোকেয়া=
150.যে দেশে গুনের সমাদর নেই,সে
দেশে গুনি জন্মাতে পার না।=ডঃ
মুহাম্মদ শহীদুল্লাহ=
151.সহনশীলতা এমন একটি গুণ যার
থেকে সফলতা আসবেই।
152.পিতৃহীনদের প্রতি রুঢ় হইওয়না এবং
সাহায্য প্রার্থীকে ভৎসনা করিও না।
=আল-কোরআন=
153.বিপদ যত বড়ই হোক না কেন,তাকে
চিরস্থায়ী মনে করোনা।
154.মনের আনন্দই দেহের শক্তির উৎস।
=মিচেল অঞ্জলা=
155.মনের অসন্তোষকে দীর্ঘদিন
জিইয়ে রাখা সাস্থের পক্ষে ক্ষতি
কর্।=ডেল কার্নেগী=
156.যে দেশে আইনের শাসন নেই,সে
দেশে বাস যোগ্য নয়।=জন বুচম্যান=
157.যারা সব সময় নিজেকে অসুস্থ
ভাবে তারা সারা জীবন অসুস্থই
থাকে।=জুভানাল=
158.মানুষ যখন তার যোগ্য মর্যাদা
হারিয়ে ফেলে,তখন সে যেখানেই
ইচ্ছা সেখানেই যেতে পারে।=শেদ
সাদী (রহঃ)=
159.কেউ মূল্য না দিক তুমি সৎ কাজ
করবে।=হযরত আলী রাঃ=
160.যে সব সময় হাসি খুসি থাকে
বিধাতা তাকে পছন্দ করেন।
161.জীবনে পাওয়ার হিসাব করুন,না
পাওয়ার দুঃখ থাকবে না।
162.অসভ্য জাতীরাই লাঞ্ছনা দিয়ে
আনন্দ অনুভব কর।=কার্লসার্কস=
163.তিনটি বস্তুই প্রকৃত সম্পদ (1)বিদ্যা
(2)ভদ্রতা (3)ইবাদত।=ইমাম দুলারী=
164.নীচে নামাটা যত সহজ,উপরে উঠা
তত সহজ নয়।=চিমাস ফুলার=
165.জ্ঞানের শক্তির চেয়ে বড় শক্তি
আর নেই।=লা ফন্টেইন=
166.অভাব-অভিযোগ এমন একটি সমস্যা
যা অন্যের কাছে না বলাই ভালো।
=পিথাগোরাস=
167.পরনিন্দা করার চেয়ে বসে বসে
মাথার চুল ছেরাও ভালো।
168.যে প্রেমিক কান্ড জ্ঞানের
পরিচয় দেয়,সে মোটেই প্রেমিক নয়।
169.জীবনে কখন যে কার সাহায্যের
প্রয়োজন হয়ে দাড়ায় তা বলা যায়
না।=সেনেকো=
170.অল্পতে যারা সন্তুষ্ট তাদের ধ্বংস
নেই।=মলিয়ের=
171.মানুষ যতই গোপন কাজ করুক না কেন
শাস্তি সে প্রাকাশ্যেই পাবে।
=এডমন্ড বার্ক=
172.বয়স ভালোবাসার মত,একে লুকিয়ে
রাখা যায় না।=টমাস ডেক্কার=
173.ফুল হচেছ পৃথিবীর হাসি।=ইমারসন=
174.শিক্ষা ছাড়া গণতন্ত্র অচল।=ড.
মুহাম্মাদ শহীদুল্লাহ=
175.ভালোবাসা যা দেয় তার চেয়ে
বেশী নেয়।=টোনিসন=
176.পরশ্রী কারত ও লোভী ব্যাক্তি
কখনো শান্তি লাভ করেনা।
177.সত্য বলার স্বাধীনতা সবচেয়ে সুন্দর
ও শোভন জিনিষ।=বেকার=
178.শত্রুকে বিশ্বাস করার মতো
বোকামী আর নেই।=জন গিলবার্ট=
179.বিদ্যানের কলমের কালী শহীদের
রক্তের চেয়েও বেশী পবিত্র।=আল
হাদীস=
180.অযোগ্য লোককে দায়িত্বপূর্ণ
কাজ দেয়া চরম দায়িত্বহীনতা।=শেখ
শাদী রহঃ=
181.যে যা বলে বলুক তুমি তোমার
নিজের পথে চল।=দাম্ভে=
182.পরের উপকার করা ভালো,কিন্তু
নিজেকে পথে বসিয়ে নয়।=এডওয়ার্ড
ইয়ং=
183.নীচ লোকের প্রধান হাতিয়ার
হচ্ছে অশ্লী বাক্য।
184.অসত্যের দাপট ক্ষণস্থায়ী কিন্তু
সত্যের গৌরব চিরস্থায়ী।
185.ইতিহাস কে কখনো অস্বীকার করা
যায় না, যারা করে তারা নির্বোধ।
=সেনেকো=
186.সবার সাথে যে তাল মিলিয়ে
কথা বলে,সে ব্যক্তিত্বহীন।
187.টাকা-পয়সা হীন মানুষ তীরহীন
ধনুকের মত।
188.সর্ব নিষ্ঠুরতা দূর্বলতা থেকে
জন্মলাভ করে।=সেনেকো=
189.বুদ্ধিমান লোক জরুরী কাজেই তার
জীবন ব্যয় করে।=জর্জ ক্যানিং=
190.অসুখী লোকদের জীবনে আশাও
নেই আবার হতাশাও নেই।
191.অশান্তি যুদ্ধ হতেও গুরুতর।=আল-
কুরআন=
192.মায়ের শিক্ষাই শিশুর জন্য
ভবিষ্যতের বুনিয়াদ।=নেপোলিয়ান=
193.যা অসম্ভব তা পাবার জন্য আশা
করিও না।=ম্যাসিঞ্জার=
194.কল্পনা বিলাসী লোকেরা
সংসারে কাঁদে বেশী।=টমাস ফুলার=
195.গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আবেগের
প্রশ্রয় দেওয়া উচিৎ নয়।=জর্জ হল্যান্ড=
196.নতুন কিছু করা তারুণ্যের ধর্ম।=জর্জ
বার্নাডস=
197.অজ্ঞতা কারাবাসের সমতুল্য।
=কার্ভেন্টিস=
198.প্রেমের পরশে সবাই কবি হয়ে
ওঠে।=প্লেটো=
199.সময় বেশী লাগলেও ধৈর্য সহকারে
কাজ কর,তাহলেই প্রতিষ্ঠা পাবে।
200.দুঃখ আছে বলেই সুখ অনুভব করা যায়।
=এম মুজিব=
201.জীবন ছোট বলেই এত মহান।
=ডিসবোন=
202.আকাংখার কোন বিশ্রাম নেই।
=বুলওয়ার্থ মিল্টন=
203.কিছু বলার আগে ভেবে দেখ
সেটাবলা ঠিক হবে কিনা।
204.স্বেচ্ছায় নেয়া দুঃখকে ঐশ্বর্যের
মতই ভোগ করা যায়।
205.কষ্টে অর্জিত অর্থের গৌরব করা
যায়।কিন্তু বিনা কষ্টে অর্জিত অর্থের
গৌরব নাই।=এম মুজিব=
206.অর্থ উপার্জনের বহু পথ থাকলেও
সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু পথ থাকা
উচিৎ।=গোল্ড স্মিথ=
207.নিজেদের অপকর্ম দ্বারা
সভ্যতাকে দূষিত করোনা।=জেমস
রাসেল=
208.সবাই প্রশ্ন করতে
পারেনা,বুদ্ধিমানরা প্রশ্ন
করে,বোকারা করে তর্ক।
209.তোমার জীবনের প্রতিটি কাজ
এমন ভাবে করে যাও যাতে মনে হয়
এটিই তোমার সর্ব শেষ কাজ।=মার্কাস
আরলিয়াস=
210.পুরুষের আছে দৃষ্টি,নারীর আছে
অন্ত দৃষ্টি।=ডিক্টর হুগো=
211.মরণপন যুদ্ধ না করে কোন অধিকারই
আদায় করা যয়া না।
212.অসু্স্থ লোকের চিন্তা ভাবনা অসুস্থ
থাকে।=কে জন্সন=
213.আগে কারণের অনুসন্ধান কর,তারপর
প্রতিকারের ব্যবস্থা।
214.রাগের সবচেয়ে বড় প্রতিকার হল
বিলম্ব করা।
215.একজন মানুষ সবকিছু করার উদ্যোগ
গ্রহণ করলে বোকামী করবে।
216.অর্থ যেখানে নেই ভালোবাসা
সেখানে দুর্লভ।
217.ভেবে উত্তর দাও নতুবা পরে
লজ্জিত হবে। =এরিস্টটল=
218.গর্ব না করাই গর্বের বিষয় বড় হয়েও
নিজেকে ছোট মনে করা গৌরব জনক।
219.যে প্রতারিত হয়নি কখনো,নিশ্চই
তার চোখের সংখ্যা চুলের সমান।
220.তোমার মুখ এমন একটা বই যেখানে
মানুষ বিচিত্র ঘটনা পড়তে পারে।
221.যার করার কিছু নেই তার
বাস্তবতার ভান বেশী।
222.বুদ্ধিমান লোক নিজে নত নয়,আর
নির্বোধ নিজেকে বড় বলে অপদস্ত হয়।
223.সৌভাগ্যের পতন না ঘটলে
সৌভাগ্য কি জিনিস তা বুঝা যায়
না।
224.ভিতু লোকের উচ্চাষা আর রাতে
দেখা স্বপ্নের মধ্যে কোন প্রভেদ নেই।
=সেক্সপিয়ার=
225.কুসংস্কার মানুষকে বানায়
বোকা,আর সন্দেহে তাকে করে পাগল।
226.আইনের আশ্রয় নেওয়ার অর্থ হল একটি
বিড়ালের জন্য একটি গরু হারানো।
=প্রবাদ=
227.সৌন্দর্য যে ক্ষণস্থায়ী ফুলকে
দেখেই তা অনুধাবন কেরতে হবে।
228.একটি মাত্র কাজ দিয়ে কাউকে
ভালো বা খারাপ বলা যায় না।
229.কিছু করার জন্য তোমার হাত যাই
খুজে পাক না কেন তা করো নিজের
বলে।=বাইবেল=
230.সত্য খুজে পাওয়ার চেয়ে ভুল খুজে
পাওয়া সহজ ,কারণ সত্যের মূল অনেক
গভীরে প্রথিত থাকে।=ব্রিয়াল্ট=
231.কালো প্রেয়সী কখনও কুৎসিত হয়
না=জে জে ভেড=
232.দুঃখের মৌন ভাষাই অশ্রু।
=ভল্টেয়ার=
233.যে বিষয়ে তোমার জ্ঞান নেই,
আদৌ বিষয়ে তর্কে অবতীর্ণ হইও না।
=আল-কোরআন=
234.সৌভাগ্য থেকে দুর্ভাগ্য মাত্র এক
কদম,কিন্তু দুর্ভাগ্য থেকে সৌভাগ্য
লম্বা রাস্তা।=প্রবচন=
235.ভালোবাসা এবং ভয় একত্রে
মিশ্রিত হতে পারে না।=বায়রণ=
236.সৎ পথে পরিচালিত জীবনকেই
শ্রেষ্ট জীবন বলা যায়।=এম মুজিব=
237.মালার ফুল বাসি হলেও তার
মর্যাদা কমে না।=মার্ক টোয়াইন=
238.হাসি মুখের লোক ছাড়া দোকান
খোলা উচিত নয়।=প্রবাদ=
239.অংশীদার যদি বেশী
ক্ষমতাশালী হয় তবে তা নিরাপদ নয়।
240.অনেক সময় ভালো কে ভালো
বলার জন্য সৎ সাহসের প্রয়োজন।
241.তিন ব্যাপারে সতর্ক থাকুন
1.অতিরিক্ত খাওয়া 2.অতিরিক্ত শয়ন
করা 3.অতিরিক্ত কথা বলা।=হোসাইন
আহমদ নোমানী=
242.পরিশ্রমী কৃষক এমন সব বৃক্ষরোপন করে
থাকে,যার ফল সে নিজে কোনদিন
ভোগ করতে পারে না।=সিসেরা=
243.অসহায়কে চাপ দিয়ে কাজ আদায়
করে নেয়া বীরত্বের লক্ষণ নয়।
244.এমণ কোন রাত নেই যা ভোর হবে
না,এমন কোন দুঃখ নেই যা সময় ফিকে
হয়ে আসবে না।
245.দুঃখ কষ্ট ও হতাশায় পড়লে মানুষ
সাহসী কিনা বোঝা যায়।
246.সুখের সাগরে ডুব দিয়ে দুঃখ
উপলদ্ধি করা যায় না।=এরিষ্টটল=
247.যে পুরুষ অফিসে তড়পায়
বেশী,জানবেন বাড়ীতে সে ভিজে
বেড়াল।=অজ্ঞাত=
248.অসুখী লোকদের জীবনে আশাও
নেই আবার হতাশাও নেই।
249.পরের দুঃখে যারা কষ্ট
পায়,তাদের দুঃখ কখনই ঘোচেনা।
250.গরীবের পোলাও আর ধনীর মৃত্যুর গন্ধ
পাওয়া যায় অনেক দূর থেকে।=প্রবচন=
251.যা তুমি নিজে করোনা করতে
পারনা,তা অন্যকে উপদেশ দিওনা।
252.স্বামীকে অক্ষম বলে খোটা
দেওয়া চরম তম অপমান।
253.পরশ্রী কাতর এবং লোভী ব্যক্তি
কখনো শান্তি লাভ করে না।
254.অলসতা হল ভিক্ষা বৃত্তির চাবি ও
অনিষ্টের মূল স্বরুপ।
255.গায়ের জোরে সব হতে
পারে,কিন্তু গায়ের জোড়ে গুরু হওয়া
যায় না।
256.লজ্জাশীলতা একটা সৌন্দর্য এবং
নারীদের জন্য অধিকতর সৌন্দর্য।
257.মায়ের শিক্ষাই-শিশুর ভবিষ্যতের
বুনিয়াদ।
258.যত বেশী দিন বাঁচবে ততবেশী হৃদয়
বিদারক অভিজ্ঞতা ঘটবে।
259.কারো অতীত জেনো
না,বর্তমানকে জানো এবং সে
জানাই যথার্ত।
260.আমি সেই পুরুষকে ভালোবাসি
যার ভবিষ্যত আছে,আর সেই নারীকে
ভালোবাসি যার অতীত আছে।
=অংকার ওয়াইড=
261.আমি চলে গলে কেউ যদি আমার
জন্য না কাঁদে,তবে আমার অস্তিত্বের
কোন মূল্য নেই।=সুইফট=
262.আঘাত ও অপমানের মধ্যে, আঘাতের
কথা সহজে ভূলা যায়,কিন্তু অপমানের
কথা ভুলা যায় না।=লড চেষ্টার ফিল্ড=
263.আমার মধ্যে যদি উত্তম বলে কিছু
থাকে,তবে আমি বই এর কাছে ঋণী।
264.ছবি হল নিঃশব্দ কবিতা,আর
কবিতা হল এমণ একটি ছবি যা কথা
বলে।=সিমোনডেস=
265.গোলাপ এমন একটি বিশেষ জাতের
ফুল,বন্ধু তেমনি একটি বিশেষ জাতের
মানুষ।=রবী ঠাকুর=
266.উপহার যত সামান্যই হোক, তাকে
সাদরে গ্রহণ করবে।=হোমার=
267.অন্যদের অটোগ্রাফ সংগ্রহ করে সময়
নষ্ট না করে নিজেকে বরং উপযোগী
করে তোল যাতে অন্যেরা তোমার
অটোগ্রাফ সংগ্রহ করে।=বার্নাডস্=
268.নারী হচ্ছে বিশ্বে কলহ,কোন্দল
এবং বিপর্যয়ের বিরাট উৎস।
=সক্রেটিস=
269.নদীতে স্রোত আছে তাই নদী
বেগবান,জীবনে দ্বন্দ্ব আছে,তাই জীবন
বৈচিত্র ময়।=টমাস ফুলার=
270.প্রীতি দিয়ে পাওয়া যায় আপন
লোককে,পরকে পাওয়া যায় ভয়
জাগিয়ে রেখে।=রবীন্দ্রনাথ ঠাকুর=
271.পাখিকে ধরতে হলে তাকে ভয়
দেখানো চলবে না। তাকে আদর কর
,ভালোবাসা দাও,একদিন সে তোমার
পোষ মানবেই।=জর্জ হার্বাট=
272.মেয়েদের চোখে দুই ধরনের অশ্রু।
একটি দুঃখের অন্যটি ছলনার ।
=পীথাগোরাস=
273.বিচ্ছেদের মুখে প্রেমের বেগ
বাড়িয়ে উঠে।নারীর প্রেমে
মিলনের গান বাজে।পুরুষের প্রেমে
বিচ্ছেদের বেদনা।=রবীন্দ্রনাথ ঠাকুর=
274.বড় প্রেম শুধু কাছে টানে না,দূরেও
ঠেলে দেয়।=শরৎ চন্দ্র চট্টপাধ্যায়=
275.বিলাসিতা করার মধ্যেও সীমাবদ্ধ
থাকা উচিত =এলবার্ড হার্বাট=
276.বুদ্ধিমান চাষীর ছেলে রাজার
উজির হয়,আর নির্বোধ উজিরের ছেলে
চাষার কাছে ভিক্ষা চায়।=শেদ
সাদী=
277.বিবাহ কর কিন্তু তালাক
দিওনা,কারণ উহাতে আল্লাহর আরশ
কম্পিত হয়।=আল=হাদীস=
278.ভীতুরা মরার আগে বহুবার
মরে,সাহসী মুত্যুর স্বাদ একবারই গ্রহণ
করে।=সেক্সপিয়ার=
279.ভাগ্য আত্মীয়-স্বজনকে আকৃষ্ট
করে,আর বন্ধু তৈরীতে মহায়তা করে।
=জন রে=
280.সৌভাগ্য প্রত্যেকের সঙ্গে দেখা
করার জন্য প্রতিক্ষা করে,কিন্তু যে
পরিশ্রম করে একমাত্র তার সঙ্গেই
দেখা করে।=সিনেকো=
281.ভালোবাসার জগতে সেই
বুদ্ধিমান,যে ভালোবাসে অধিক
কিন্তু প্রকাশ করে কম।=টনিসন=
282.ভালোবারা যা দেয় তার চেয়ে
বেশী নেয়।=টেলিসন=
283.ভেবে দেখ ওরে মণ,এই সংসারের
প্রান্থশালা,একদল আসে যায়, অন্যদল
চলে যায়, স্বার্থপূর্ণ এই জীবনের
দু’দিনের খেলা।=কায়কোবাদ=
284.ভ্রমণে ভালো সঙ্গী জুটলে পথকে
খুব ছোট মনে হয়।=আইজ্যাক ওয়ালটন=
285.ভালোবাসা অন্তর দিয়ে অনুভব
করতে হয়,এ ক্ষেত্রে ভাষার প্রয়োজন
হয় না।=পুশকিন্ধ=
286.মেয়েদের মর্যদা যে জাতি
দেয়নি,সে জাতি বিশ্বে কোন দিন
মর্যাদা পাবে না।=সুইন বার্ন=
287.মর্যাদা লাভ হয় জ্ঞানের
মাধ্যমে,রক্ত সস্পর্কের মাধ্যমে নয়।
সৌন্দর্যের সুষমা বিকশিত হয়
শিষ্টাচারের মাধ্যমে উত্তম
পোশাকে নয়।=ইমাম গাজ্জালী রাঃ=
288.মেয়েদের মধ্যে অনেক সুন্দরী
মেয়েলোক পাওয়া যায়,কিন্তু নির্ভূল
মেয়ে মানুষ পাওয়া কঠিন।=ভিক্টোর
হুগো=
289.মাতৃভাষা বা সাহিত্যের
যথোচিত সেবা ব্যতিত কোন জাতির
সামাজিক ও জাতীয় উন্নতি একান্তই
অসম্ভব।=মোঃওয়াজেদ আলী=
290.মেজাজ ঠান্ডা রাখ,তাহলে
সবাইকে শাসন করতে পারবে।=সেন্ট
জ্যাষ্ট=
291.মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে
জীবন,কেননা দুঃখ কষ্ট,বিপদ-আপদ
জীবনেই ভোগ করতে হয়,আর মৃত্যু তা
থেকে মুক্তি দেয়।=সক্রেটিস=
292.মনের মত সঙ্গীর সাথে কথা বলে
যতটা আনন্দ পাওয়া যায়,তেমনি
তারে কোন কাজে পাওয়া যায় না।
=সুইফ্ট=
((মেয়ে সম্পর্কে))
293.মেয়েরা হচ্ছে বিধাতার আজব
সৃষ্টি।=অবধূত=
294.মেয়েদের একটি ভাল স্বভাব,কথা
না বলে থাকতে পারে না।=জন বি=
((অন্যান্য প্রবাদ))
295.সততার সঙ্গে কাজ করে যাও,মূল্য
একদিন নিশ্চিত পাবেই।=এম টি
ইসলাম=
296.সকলের প্রতি শিষ্টাচারী,বহুর
মাঝে হও মিশুক, কতকের সাথে হও
ঘনিষ্ট, সহ হও শুধু একজনের,শত্রু হয়োনা
কার।=ফ্রান্কলিন=
297.ফ্যাসনের মধ্যে একটি বিশ্রী
কদর্যতা রয়েছে যা সহ্য করা যায় না,
সেই জন্যই প্রতি ছয় মাস অন্তর আমাদের
তা বদল করতে হয়।=উইলবি=
298.বন্ধু কি ? দু’টি দেহের মধ্যে অভিন্ন
একটি হৃদয়।=এরিস্টটল=
299.বাইরের রং দেখে তাকে ঘৃণা কর
না,হয়ত তার অন্তরের সৌন্দর্য
তোমাকে মুগ্ধ করতে পারে।= জন রে=
300.বিবাহের সময় বাহ্যিক সৌন্দর্য
দেখে ভূলো না,অন্তরের সৌন্দর্যের
সন্ধান কর।=আর ব ল্যান্ডাস=
301.বিবাহ করা ভালো কিন্তু
প্রতিপালনের অক্ষম হলে না করাই
ভাল।
302.বিজ্ঞলোক সুযোক তৈরী করে
নেয়,সুযোগের অপেক্ষায় থাকে না।
=মন্টেচারী=
303.বর্তমানকে সঠিক ভাবে পাঠ করা
এর্ং সময়ের সঙ্গে এগিয়ে চলাই
বিচক্ষণতার পরিচয়।=হোমার=
304.বিপদের সময় যে হাত বাড়িয়ে
দেয়,সেই সত্যিকারের বন্ধু।
=সেক্সপিয়ার=
305.বাশী বাজালে কেউ নাচে
না,তার সূরের মধ্যে নাচের উন্মাদনা
থাকলেই নাচে।=বিন্টহার্ট=
306.যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযেগ
নেই,সে তো দেখা নয়, তাকানো।
=ইবসেন=
307.যদি সর্বোচ্চ আসন পেতে
চাও,তাহলে সর্বনিম্ন স্থান থেকে শুরু
কর।=সাইরাস=
308.যারা সর্বদাই পান করে তারা
স্বাদ গ্রহণ করে না,আর যারা সর্বদা
কথা বলে তারা চিন্তা করে না।
=প্রাইসর=
309.যে ব্যক্তির আত্না হইতে অপর
আত্নার শক্তি সঞ্চারিত হয় তাহাকে
শুরু বলে।=স্বামী বিবেকানন্দ=
310.যদি তুমি চাও যে অন্যে তোমার
গোপন কথা না বলুক তাহলে প্রথমে
তোমার গোপন কথা তুমি নিজে
কাউকে বলতে যেও না।=সিনেকো=
311.সন্দেহ এক মারাত্মক ব্যধি, একবার
মনের মাঝে তার উদ্রেক হলে নির্মম
ভাবে তা শেষ হয়।=জন ম্যাসফিল্ড=
312.সাফল্যে যত বেশী বন্ধু বান্ধব লাভ
হয়, তার চেয়ে বেশী লাভ হয় শত্রু।
=ভেসান গেউস=
313.সুখ কি ? এ বিষয়ে যার যথার্থ
জ্ঞান নেই সে কোন দিন সুখী হতে
পারে না।=ফুলার=
314.সাহায্য করা ভাল কিন্তু খেয়াল
রাখবে সেই সাহায্য যেন কাউকে
অলস না করে তোলে।
=ডব্লিউ.এস.নিলয়াট=
315.সুখ আর শান্তিই হচ্ছে সৌন্দর্য বৃদ্ধির
অন্যতম প্রসাধনী।=বেনসন=
316.স্পষ্ট বাদী হওয়া ভাল,কিন্তু সব সময়
সব কথা বলা চলে না।=স্য্যামুয়েল
জনসন=
317.সত্য ও সুন্দরের জয় নিশ্চিত হবে,সত্য
পথে থাক সুন্দরের জূপা কর।=স্কট=
318.সুখ চাই,সুখ চাই বললে চলবে না,সুখ
অর্জনের চন্য সৎচেষ্টা প্রয়োচন।
=সেনেকো=
319.সুখী জীবন তাই যে প্রেম দ্বারা
অনুপ্রাণীত এবং জ্ঞান দ্বারা
নিয়ন্ত্রিত্=বারাট্রান্ড রাসেল=
320.দূর্বল ব্যক্তি সে,যার কোন বন্ধু নেই
অথবা বন্ধু জুটলেও তারা তাকে
পরিত্যাগ করে চলে।=হযরত আবূ বকর
রাঃ=
321.অসহায়কে অবজ্ঞা করা উচিত
নয়,কারণ মানুষ মাত্রই জীবণের কোন
না কোন সময় অসহায়তার শিকার হবে।
=গোল্ডস্মীথ=
322.আকাংখা যার বেশী তার অভাব
কোন দিন ঘুচবে না।=বুলওয়ার্থ লিটন=
323.একটি ভাল বই হল বর্তমান ও
চিরদিনের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু।
=টুপার=
324.একজন পুরুষ সর্বদায় অর্থ উপার্জনের
ধাঁধাঁয় থাকে, আর একজন মহিলা তার
দেহ গঠন নিয়ে ব্যস্ত থাকে।=বাটলার=
325.একটি প্রদীপ থেকে শত শত প্রদীপ
জ্বালালে যেমন তার আলো কমে
না,তেমনি শিক্ষার আলো যত বেশী
দান করা যায় ততই মঙ্গল।=জর্জ ম্যাক
ডোনাল্ড=
326.একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে
ভাল হওয়া বেশী প্রয়োজন।=লং
ফেলো=
327.একজন অল্প বয়স্কা তরুনী স্ত্রী
হিসেবে অখবা মা হিসেবে
কোনটাতেই ভাল নয়।=জন এডাম্স=
328.এক ঘন্টা জ্ঞান চর্চা করা,হাজার
রজনীর ইবাদত হতে উত্তম।=আল-হাদীস=
((প্রেম বিষয়ক প্রবাদ))
329.প্রেয়সী কখনো কুৎসিত হয় না।=জে
জে বেড=
330.প্রেম মানুষকে শান্তি দেয়,কিন্তু
স্বন্তি দেয় না।=বায়রন=
331.পুরুষের প্রেম নারীকে কাঁদায় আর
নারীর প্রেম পুরুষকে করে উন্নত।
=আলিম কিউ এ=
332.প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ
শিল্পী হতে পারে না,বড় জোড়
বিয়ে করতে পারে। আর প্রেমের
ব্যর্থতা অনেকে কবি ও শিল্পী
হয়েছে।=জর্জ ওয়াশিংটন=
333.প্রেম আর কামনা হল, এ দু’টো
আলাদা জিনিস।প্রেম হচ্ছে ধীর
প্রশান্ত ও চিরন্তন,আর কামনা সম্পূর্ণ
হচ্ছে সাময়ীক উত্তেজনা।=কাজী
নজরুল ইসলাম=
334.প্রেমের বেদনা দারুন,যার কোন
ঔষধ নাই।=হাফিজ=
335.প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ,আর
প্রেমের বেদনা থাকে সারাটি
জীবন।=রবী ঠাকুর=
336.প্রেম হল জলন্ত সিগারেটের
মত,যার আরম্ভ হল জ্বলন্ত আগুণ দিয়ে আর
শেষ পরিণত ছাই দিয়ে। =বার্নাড্স=
((অন্যান্য প্রবাদ))
337.যে রমনী অল্প পাইয়া সন্তুষ্ট, সে
রমনীরা সর্বাপেক্ষায় ভাল।
=আল=হাদীস=
338.যিনি সম্পদের লোভে বিয়ে
করেন,তিনি নিজের সত্তাকে
বিকিয়ে দেন।=টমাস ফুলার=
339.যে টাকার জন্য নয়, ভালোবাসার
জন্য বিয়ে করে তার রাত্রিগুলো
আনন্দের, কিন্তু দিনগুলো দুঃখের।=জন
রে=
340.মেয়েদের অতীতের সঙ্গে
বর্তমানের সেতু,আর পুরুষের বর্তমানের
সঙ্গে ভবিষ্যতের সেতু।=রবী ঠাকুর=
341.যে নিজের ভূল ধরতে পারে না,
সে কখনো অন্যের ভূল সুধরাতে পারে
না।
342.আকাশে উঠে তারা বাগানে
ফুটে ফুল, ছাত্র জীবনে প্রেম করা
মস্তবড় ভূল।
343.বন্ধু নির্বাচনে জেন আমরা ভূল না
করি। একজন ভালো বন্ধুই হতে পারে
জীবনের পথ প্রদর্শক।
তাই শ্রীকান্ত আচার্যের গানের
সাথে কন্ঠ মিলিয়ে বলতে ইচ্ছে হচ্ছে
- ‘’বন্ধু তোমার পথের সাথীকে চিনে
নিও”
344.ভালোবাসা লাল গোলাপের মত,
কিন্তু বন্ধুত্য ছায়াময়ী বৃক্ষের মত
জীবনের প্রতিদিনের প্রয়োজন এবং
বাস্তবতার মধ্যেই তার সরল বিচনন।
=ফ্রান্সিস বেকন=
345.জীবনকে যদি ভালোবাস, তাহলে
সময়ের অপচয় করোনা, কারণ জীবনটা
সময়ের সমষ্টি মাত্র। =ফ্রান্কলিন=
346.রুপ থাকলেই সুন্দরী হয়, কিন্তু সুন্দর
মনের মানুষ হওয়া যায় না।
347.আমি কিছুতেই ভেবে পাইনা,
মানুষ কখনো কখনো পশুর চেয়েও হিংস্র
হয় কী ভাবে ?
348.নিজেকে জানো। =সক্রেটিস=
349.আদর্শ হচ্ছে এমন এক প্রহরী, যা
মানুয়কে সত্য পথে চলতে শেখায়।
=স্পেন্সার=
350.কোনো আনন্দই মানুষকে পরিপূর্ণ
সুখী করতে পারে না। =ভলতেয়ার=
351.বেদনা থেকে যে আনন্দের
উৎপত্তি, সে আনন্দের তুলনা নেই।
=টমাস ফুলার=
352.পারস্পরিক সমঝোতা ব্যতীত সমাজ
জীবন অচল হয়ে যেত। =জনসন=
353.যারা আপশ করতে জানে না,
তারা বর্বর। =বার্নাডশ।
354.আলাপ-আলোচনা বুদ্ধিকে
ধারালো করে। =টামাস হুড=
355.যদি শীত আসে, বসন্ত কি দূরে
থাকতে পারে ?। =শেলী=
356.ফুলের আয়ূ ও শৌরভ সবচেয়ে স্বল্প
সময়ের। =ডিকেন্স=
357.যারা গনিতে পারদর্শী তারা
নিঃসন্দেহে ধীমান। =নিউম্যান=
358.আল্লাহ হাত দিয়েছেন বেহেস্ত
এবং বেহেস্তের চীজ অর্জন করার জন্য,
ভিক্ষা করার জন্য নয়। =কাজী নজরুল
ইসলাম=
359.মৃত্যুকে যে এড়িয়ে চলে, মৃত্যু
তারেই টানে। যারা মৃত্যুকে বুক
পেতে লয়, বাঁচতে তারাই জানে।
=রবীন্দ্রনাথ ঠাকুর=
360.সংসারে কারো উপর ভরসা করো
না, নিজের হাত এবং পায়ের উপর
ভরসা করতে শিখ। =সেক্সপিয়ার=
361.জন্মিলে মরিতে হবে, অমর কে
কোথায় কবে ? চিরস্থির করে নীর
হায়রে জীবন নদে। =মাইকেল মধুসূদন
দত্ত=
362.প্রকৃতি এমন একটা পুস্তক, যার সম্পাদক
ও প্রকাশ স্বয়ং বিধাতা। =ডাব্লিউ
হেনলী=
363.প্রতাপশালী লোককে সবাই ভয়
পায়, কিন্তু মান্য করে না। =জন রে=
364.প্রাচুর্য মানুষের প্রয়েজন মেটায়,
অতিরিক্ত সম্পদ মানূষকে উল্লাসিত
করে তোলে। =টমাস টুসার=
365.প্রার্থনা ও প্রশংসা এ দুটো
জিনিস স্বয়ং বিধাতাও পছন্দ করেন।
=সুইডেন বাগ=
366.পঞ্চাশটি উৎকৃষ্ট শ্রেণীর বই
তোমার জন্য বাছাই করে রাখ। এই বই-ই
তোমার চির জীবনের সহচর হয়ে
থাকবে। =টুগার=
367.তিনটি অভ্যাস মানুষের জীবনকে
সুন্দর করে তোলেঃ- (১) জ্ঞানীর
সহচার্য, (২) সুন্দর ব্যবহার, (৩) খরচের
ভারসাম্য রক্ষা করা। =জুহাইর=
((দুঃখ বিষয়ক প্রবাদ))
368.দুঃখ ব্যথা থেকে বাঁচতে হলে
কাজের ভিতর দিয়ে বাঁচতে হবে।
=জি. এইচ. লিউ এস=
369.দুঃখ সহ্য করার মত ক্ষমতা যাদের
আছে, তাদের কাছে দুঃখ বড় হয়ে
দেখা দেয় না। =স্পেনসার=
370.দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন,
কিন্তু দুঃখের পাশা-পাশি সুখ আসবে
এটাও ধ্রুব সত্য। =এডওয়ার্ড ইয়ং=
((অনান্য প্রবাদ))
371.দূরত্বকে অতিক্রম করার মত সাহস ও
শক্তি না থাকলে সে দূরত্বকে দূরত্বই
মনে হয় না। =লিন্ডম=
372.দূর্বল ব্যক্তি সে, যার কোন বন্ধু নেই
অথবা বন্ধু জুটলেও তারা থাকে
পরিত্যাগ করে চলে। =হযরত আবূ বকর
রাঃ =
373.অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়,
কারণ মানুষ মাত্রই জীবনের কোন না
সময় অসহায়তার শিকার হবে।
=গোল্ডস্মঅথ=
374.আকাংখা যার বেশী তার অভাব
কোন দিন ঘুচ বেনা। =বুলওয়ার্থ লিটন=
375.একটি ভাল বই বর্তমান ও চিরদিনের
জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। =টুপার=
376.একজন পুরুষ সর্বদায় অর্থ উপার্জনের
ধাঁধাঁয় থাকে, আর একজন মহিলা তার
দেহ গঠন নিয়ে ব্যস্ত থাকে। =কাটলার=
377.একটি প্রতীপ থেকে শত শত প্রদীপ
জ্বালালে যেমন তার আলো কমে না,
তেমনি শিক্ষার আলো যত বেশী দান
করা যায় ততই মঙ্গল।=জর্জ ম্যাক
ডেনান্ড=
378.একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে
ভাল হওয়া বেশী প্রয়োজন।
=লংফেলো=
379.একজন অল্প বয়স্কা তরুনী স্ত্রী
হিসাবে অথবা মা হিসাবে
কোনটাতেই ভালো নয়। =জন এডম্স=
380.এক ঘন্টা জ্ঞান চর্চা করা হাজার
রজনীর ইবাদত হতে উত্তম। =আল-হাদীস=
(( প্রেম বিষয়ক প্রবাদ ))
381.প্রেম মানুষকে শান্তি দেয়,কিন্তু
স্বস্তি দেয় না। =বায়রন=
382.প্রেয়সী কখনো কুৎসিত হয় না। =জে
জে বেড=
383.পুরুষের প্রেম নারীকে কাঁদায় আর
নারীর প্রেম পুরুষকে করে উন্নত।
=আলিম কিউ এ=
384.প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ
শিল্পী হতে পারে না। বড় জোড়
বিয়ে করতে পারে। আর প্রেমের
ব্যর্থতায় অনেকে কবি ও শিল্পী
হয়েছে। =জর্জ ওয়াশিংটন=
385.প্রেম আর কামনা হল, এ দু’টো
আলাদা জিনিস। প্রেম হচ্ছে ধীর
প্রশান্ত ও চিরন্তন, আর কামনা সম্পূর্ণ
হচ্ছে সাময়ীক উত্তেজনা। = কাজী
নজরুল ইসলাম=
386.প্রেমের বেদনা দারুন, যার কোন
ঔষধ নেই। =হাফিজ=
387.প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ আর
প্রেমের বেদনা থাকে সারাটি
জীবন। =রবীঠাকুর=
388.প্রেম হল জ্বলন্ত সিগারেটের মত,
যার আরম্ভ হল জ্বলন্ত আগুণ দিয়ে আর
শেষ পরিণত ছাই দিয়ে। =বার্নাড্স=
(( অন্যান্য প্রবাদ ))
389.যে রমনীরা অল্প পাইয়া সন্তুষ্ট, সে
রমনীরা সর্বাপেক্ষায় ভাল। =আল-
হাদীস=
390.যিনি সম্পদের লোভে বিয়ে
করেন, তিনি নিজের সত্তাকে
বিকিয়ে দেন। =টমাস ফুলার=
391.যে টাকার জন্য নয়, ভালোবাসার
জন্য বিয়ে করে তার রাত্রিগুলো
আনন্দের কিন্তু দিনগুলো দুঃখের। =জন
রে=
392.মেয়েদের অতীতের সঙ্গে
বর্তমানের সেতু, আর পুরুষের বর্তমানের
সঙ্গে ভবিষ্যতের সেতু্। =রবীন্দ্রনাথ
ঠাকুর=
393.নিরাময়ের জন্য প্রয়োজন এক
প্রশানাত মন । মন ভালো তো সব
ভালো ।
394.বিশ্বাস শক্তির আকর । আমি আমার
বিশ্বাসে সবসময় অটল থাকবো ।
395.হে নেতা ! হে পুরোধা ! ঈশ্বরের
গুণাবলিতে গুণান্বিত হও । -ধর্মগ্রন্থ
বেদ (যজুর্বেদ ঃ১.১৮)
(সংগ্রহীত)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন