"শাপলা শালিক" সিলেটের মেয়ে ব্রিটিশ শিল্পী!

না এ কোনো ভিনদেশীর বুকে লালন করা মেয়েটির
ছবি দেখছেন না।
ইনি Shapla Salique (শাপলা শালিক) একজন
বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ
শিল্পী যার প্রথম বাংলা এ্যালবাম
বের হয় ১৯৯৬ সালে। কিছু অবাঙ্গালী
সাথে করে সে দিব্বি তার ব্যান্ড
চালিয়ে নিচ্ছে। কিন্তু তার নামই
কোন দিন শুনিনি। আমি গান তেমন
শুনিনা বলে হয়ত তাকে চিনি না।
কিন্তু তার ফেইসবুক পেইজে আমার বন্ধু
তালিকার গানভক্ত কাউকেই তেমন
দেখলাম না। মানে কি?!
আমাদের মিডিয়াগুলো কিভাবে এমন
গ্লামারাস এবং ব্যাতিক্রমি সংগীত
শিল্পীকে এড়িয়ে চলতে পারে যে
কিনা বিদেশের মাটিতে লালন
প্রচার করে? নাকি তারা শুধু বিদেশী
পত্রিকার নিউজ কপি পেস্ট করেই
ব্যবসা চালিয়ে যাচ্ছে?
দেশের লিডিং নিউজ পেপারগুলোর
দিকে তাকালে দেখি বিভিন্ন
স্তরের গুটি কয়েক শিল্পী
নিয়ে টেনে টেনে লম্বা নিউজ করে
পাতা ভরানোর চেষ্টা করে।
সারা দুনিয়া এখন কন্ঠের সাথে
গ্লামারের গুরুত্ব বোঝে। সে হিসেবে
এই সংগীত শিল্পীকে তো কেউ
ফেলে দিতে পারার কথা না!
www.shaplasaliqe.com ঘুরে শাপলা সম্পর্কে
কিছুটা জানতে পারলাম।
উইকিপিডিয়া https://en.m.wikipedia.org/wiki/
Shapla_Salique ঘেটে আরো কিছুটা
জানলাম।
একটা ইউটিউব লিংক দিচ্ছি, তার
লালন সংগিত শুনে দেখতে পারেন:
http://youtu.be/DTuff7-XPXQ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তাম্রলিপি ও তাম্রশাসন

১৯৫০-এর বরিশাল দাঙ্গা ও হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের সূত্রপাত

The Mysterious History Behind The Precious Tea Garden