পোস্টগুলি

2016 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

১৯৫০-এর বরিশাল দাঙ্গা ও হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের সূত্রপাত

ছবি
https://vaskarbhatta.blogspot.com/2018/03/blog-post.html স্থান :  পূর্ববঙ্গ বা পূর্ব-বাংলা(বর্তমান বাংলাদেশ) তারিখ :  ফেব্রুয়ারি-মার্চ ১৯৫০ লক্ষ্য :  বাঙালি হিন্দু হামলার ধরন :  হত্যাযজ্ঞ , জোরপূর্বক ধর্মান্তর , লুটপাট , অপহরণ , অগ্নিসংযোগ , ধর্ষণ হামলাকারী দল :  পুলিশ , আনসার , সেনাবাহিনী , ইস্টপাকিস্তান রাইফেলস , স্থানীয় মুসলিম জনগোষ্ঠী কারণ :   ধর্মীয় অসহিষ্ণুতা , মুসলিম জনগোষ্ঠী দ্বারা হিন্দু জনগোষ্ঠীর উপর নির্মম হত্যাযজ্ঞ ধর্মীয় কারণে পূর্ববঙ্গের পঞ্চাশের গণহত্যা বা ১৯৫০ ' র বরিশাল দাঙ্গা ১৯৫০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান বা পূর্ববঙ্গ বর্তমানে বাংলাদেশের বাঙালি হিন্দু সম্প্রদায়ের উপর সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের চালিত একটি বিরামহীন ধারাবাহিক গণহত্যা। এই গনহত্যায় হিন্দু জনগোষ্ঠীর উপর মুসলিম জনগোষ্ঠী এবং পাকিস্তানি পুলিশ , প্যারা মিলেটারি বাহিনী ইচ্ছাকৃত ভাবে হত্যা , লুটপাট , অগ্নিসংযোগ , নির্যাতন , অপহরণ , ধর্ষণ চালায়। ১৯৫০ সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাস জুড়ে এই গণহত্যা চলতে থাকে। পটভূমি ১৯৪৭ সালের আগস্ট মাস